মুন্সীগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ২০:১২
৫ জানুয়ারি ২০২৫ ২০:১২
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তাঁর চাচাতো ভাই রেজানুর খান রতনের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রোববার (৫ জানুয়ারি) ভোরে এই ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।
ডাকাতেরা সচিবের বাড়ি থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা ও ৫ ভরি সোনার অলংকার আর তার চাচাতো ভাইয়ের বাড়ি থেকে ৩ লাখ টাকা ও ১২ ভরি সোনার অলংকার নিয়ে গেছে বলে অভিযোগ করে ভুক্তোভোগীরা।
সেলিম খানের বড় বোন জানান, ‘বাড়ির দরজা ভেঙ্গে হাত-পা বেঁধে নগদ টাকা ও সোনা লুট করে নিয়ে যায় ডাকাতেরা। তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র ছিল।’
এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার। তিনি বলেন, ‘আমাদের একাধিক টিম কাজ করছে, জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।’
সারাবাংলা/এমপি