চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি মোহাম্মদ আলী
চবি করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৮:৪৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ২০:৪৩
৫ জানুয়ারি ২০২৫ ১৮:৪৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ২০:৪৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। আর সদস্যদের সর্বসম্মতিক্রমে সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আলী।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে নগরীর দেওয়ান বাজারে সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয় এবং পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত হয়।
নতুন কমিটিতে নির্বাচিত সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেক্রেটারি মোহাম্মদ আলী ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
কমিটির বাকি পদগুলো পরবর্তী সময়ে পূরণ করা হবে বলে সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে।
সারাবাংলা/এমআর/পিটিএম