Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারেক রহমানের দেশে ফেরার উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৫:৪০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

ঢাকা: লন্ডনে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য এখন পর্যন্ত উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

যুক্তরাজ্য সফর শেষে রোববার (৫ জানুয়ারি) দুপুরে ঢাকায় ফিরে হযতরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘আমরা মনে করি তাকে (তারেক রহমান) দেশে নিয়ে আসার জন্য এখন পর্যন্ত উপযুক্ত পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি। আর অল্প কিছুদিন সময় লাগবে। তারপর উনি অবশ্যই দেশে আসবেন।’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশে এই মুহুর্তে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে, সেটা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে চর্চা হওয়া উচিত। আমি মনে করি, এ বিষয়ে মতনৈক্য হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। যেকোনো কৌশল অবলম্বন করে বা যেকোনো বাহানায় গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার বা নির্বাচনে বিলম্ব করার যেকোনো কৌশল জনগণ প্রত্যাখান করবে। সুতরা যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত।’’

সালাহউদ্দিন আহমেদ বরেন, ‘‘প্রতিষ্ঠানিক সংস্কার, আইনি সংস্কার এবং মাঠের সংস্কারের জন্য বেশি সময় লাগার কথা না। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলুক এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে নিক। যতদ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি, সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তী সরকরকে আহ্বান জানাব।’’

নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে প্রধান উপদেষ্টার বক্তব্যের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘‘সেটা একটি ধারণা। সংশ্লিষ্ট সকল মহল ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাসাভাসি একটা সময়ের ধারণা দেওয়া, এটা আমার মনে হয় না যে, সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে। সঠিকভাবে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই তার জন্য হবে সবচেয়ে জরুরি কাজ।’’

বিজ্ঞাপন

নতুন রাজনৈতিক দল গঠন সম্পর্কে প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন বলেন, ‘‘গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাব। তবে, সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়। তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যেন তারা দল গঠন করে, সেটাই ভাল হবে।’’

তারেক রহমান কোনো বার্তা দিয়েছেন কিনা -জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদি শক্তি ও তাদের দোসররা আস্কারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। ইতোমধ্যে সেরকম কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে।’’

নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘আমাদের সব সময় তো প্রস্তুতি থাকে। নির্বাচনমুখী একটা রাজনৈতিক দল হিসেবে আমরা সব সময় নির্বাচনের প্রস্তুত রাখি এবং বর্তমান পরিবেশ-পরিস্থিতির মধ্যে নির্বাচনি প্রস্তুতি আমাদের সে রকমই আছে।’’

’৭২ এর সংবিধান কবর দেওয়া প্রসঙ্গে মন্তব্য জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘এগুলো নিয়ে ইতোমধ্যে আলাপ-আলোচনা হয়েছে। সংবিধানকে কখনও কবর দেওয়া যায় না। যে রিপাবলিক এবং যে সংবিধান এখন আছে, সেটা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধনই হবে আমাদের জন্য সর্বোত্তম পন্থা।’’

সারাবাংলা/এজেড/ইআ

সালাহউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর