যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন
৫ জানুয়ারি ২০২৫ ১১:৩৩ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৩:৪৪
যশোর: প্রচন্ড শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হচ্ছে যশোরের জনজীবন। রোববার (৫ জানুয়ারি) যশোরের তাপমাত্রা কমে এসেছে ১০.৬ ডিগ্রিতে। যা শনিবারের (৪ জানুয়ারি) চেয়ে ০.৪ ডিগ্রি কম এবং শুক্রবার (৩ জানুয়ারি) থেকে ০.৬ ডিগ্রি কম।
যশোর বিমানবন্দরস্থ আবহাওয়া অফিস জানায়, রোববার (৫ জানুয়ারি) সকাল ৬টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা ২ থেকে ১ দিন চলতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এ মাসে শৈত্য প্রবাহেরও আভাস
দিয়েছে আবহাওয়া অফিস।
প্রতিদিনই তাপমাত্রা কমছে যশোরে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট। রোববার (৫ জানুয়ারি) দৃষ্টিসীমা নেমে আসে ২০ মিটারের মধ্যে। শনিবার (৪ জানুয়ারি) এটা ২০০ থেকে ৩০০ মিটারের মধ্যেই ছিল। রোববার (৫ জানুয়ারি) সকাল থেকে ঘণ কুয়াশায় ধাকা রয়েছে প্রায় সব এলাকা। রাস্তায় গাড়িগুলো বেশিরভাই চলছে হেডলাইট জ্বেলে।
সন্ধ্যার পর থেকেই মূলত কুয়াশা পড়া শুরু হয় এবং রাত যত বাড়ে কুয়াশার ঘনত্ব ততই বাড়তে থাকে। কুয়াশার কারণে গত ২ দিন সূর্য দেখা যায়নি যশোরের আকাশে। আজও সূর্যের দেখা পাওয়া যাবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে শীত-কুয়াশায় জনজীবন বিপর্যস্ত প্রায়। শীত নিবারণে ভারী পোশাক পরে কর্মজীবী মানুষকে ঘর থেকে বের হতে হচ্ছে।
সারাবাংলা/এনজে