Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোর্ডার-গাভাস্কার ট্রফি ছুঁয়ে উচ্ছ্বসিত কামিন্স

স্পোর্টস ডেস্ক
৫ জানুয়ারি ২০২৫ ১১:০৬

সিরিজ জিতে অজিদের উল্লাস

পার্থে প্রথম টেস্টে ২৯৫ রানের বিশাল হারে সিরিজ শুরু। প্যাট কামিন্স ও অস্ট্রেলিয়ার জন্য সেটা ছিল বড় এক ধাক্কা। তবে সেই ধাক্কা কাটিয়ে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়িয়েছে অজিরা। পরের চার টেস্টের তিনটিতেই জিতে ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে কামিন্সের দল। এই জয়ে ৪ সিরিজ ও ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার সিরিজের ট্রফি ফিরে পেল অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের পর অজি অধিনায়ক কামিন্স বলছেন, বোর্ডার-গাভাস্কার ট্রফি ফিরে পাওয়ায় দারুণ খুশি তিনি।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম টেস্টে রেকর্ড ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। এরপর অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে ভারতকে গুড়িয়ে দিয়েই সিরিজ নিশ্চিত করেছেন তারা। আগের চার সিরিজে ভারতকে হারাতে পারেনি অস্ট্রেলিয়া। দেশের মাটিতে এবার দারুণ পারফর্ম করেই বোর্ডার-গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়াতে ফিরিয়ে এনেছেন কামিন্সরা। একই সাথে নিশ্চিত করেছেন টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাও।

বিজ্ঞাপন

শেষবার যখন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল অজিরা, তখন অধিনায়ক ছিলেন স্মিথ। এক যুগ পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় উচ্ছ্বসিত কামিন্স, ‘এটা অবিশ্বাস্য। আমাদের দলের অনেকেই এই ট্রফিটা কখনোই ছুঁয়ে দেখেনি। আমরা আমাদের নিজেদের পরিকল্পনায় অটল ছিলাম। আমরা ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করেছি। দলকে নিয়ে আমি গর্বিত। পার্থে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। আমি এই দলটার সাথে খেলতে দারুণ উপভোগ করি। এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত। এই সিরিজে অনেকের অভিষেক হয়েছে। তারা দলের সাথে দারুণভাবেই মানিয়ে নিয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে তারা ভূমিকাও রেখেছে।’

জমজমাট এক সিরিজ শেষে দলের পারফরম্যান্সের সন্তুষ্ট কামিন্স, ‘ভারতের মতো দলকে হারাতে হলে আপনাকে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। দলের সবাই এটাই করেছে। এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সিরিজের একটি। ভারতও দারুণ খেলেছে, রোহিত-বুমরাহদের অভিনন্দন। সমর্থকরাও উপভোগ করেছে ম্যাচগুলো। টেস্ট ক্রিকেট কেনো এখনো বিশেষ কিছু সেটাই প্রমাণ করেছেন দর্শকরা। দারুণ একটা জয় দিয়ে বছর শুরু করতে পেরে আমরা উচ্ছ্বসিত।’

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ প্যাট কামিন্স বোর্ডার-গাভাস্কার ট্রফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর