Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় প্রকাশ্যে জুয়ার টিকিট বিক্রি, আটক ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ২০:২৪

খুলনা: খুলনায় প্রকাশ্যে মাইক বাজিয়ে জুয়ার টিকিট বিক্রির অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে খানজাহান আলী থানা পুলিশ তাদের আটক করে। শনিবার (৪ জানুয়ারি) তাদের কেএমপির ৯৫ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালতে জরিমানা দিয়ে শনিবার তারা ছাড়া পেয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন, রনি হোসেন, আশরাফ গাজী, মিরান শেখ, জামিরুল ইসলাম মন্ডল, মো. আনোয়ার, মো. নুরুজ্জামান, শেখ সজল হোসেন, মো. সামিউল, আবদুল কুদ্দুস, কিনান, রিজু আহমেদ, খালিদ শেখ, আনিচুর রহমান, শেখ রাব্বি, নাঈম রহমান, আলামিন শেখ।

খানজাহান আলী থানার পুলিশের উপপরিদর্শক (এস আই) আজিবর রহমান জানান, ইজিবাইকে মাইক লাগিয়ে সাদিকা র‌্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি করছিলেন তারা। তাদের কাছ থেকে জুয়ার টিকিট, টাকা ও ড্রাম উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এমপি

আটক খুলনা জুয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর