Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ২৩:১১ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ০০:৪৯

শাহাদাত হোসেন খান হিলু। ফাইল ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন। কিডনির সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাহাদাত হোসেন খান হিলুর। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শাহাদাত হোসেন খান হিলু নগরীর আকুয়া এলাকার প্রয়াত অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন খানের ছেলে। তিনি ময়মনসিংহ সদর-৪ আসনে বিএনপির নির্বাচিত সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুলুর বড় ভাই।

ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক নজীব আশরাফ বলেন, শাহাদাত হোসেন খান হিলু নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসকরা আর তাকে ফেরাতে পারেননি।

ময়মনসিংহ জিলা স্কুল মাঠে রাত সাড়ে ৮টায় জানাজা শেষে হিলুকে নগরীর গোলকিবাড়ি কবরস্থানে দাফন করা হয়।

শাহাদাত হোসেন খান হিলু বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য, আইটিআই বাংলাদেশের প্রতিনিধি, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি, ময়মনসিংহ বহুরূপী নাট্য সংস্থার সদস্য সচিব এবং ময়মনসিংহ থিয়েটার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক, নাট্যকার, কবি, অভিনেতা, নির্দেশক, সংগঠক ছিলেন।

মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন শাহাদাত হোসেন খান হিলু। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/টিআর

ময়মনসিংহ শাহাদাত হোসেন খান হিলু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর