Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ১৬:২৭ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৬:৪৩

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি।

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার (৩ ডিসেম্বর) ভোরে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। অন্যদিকে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন— আব্দুল্লাহ পরিবহণের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের বাসিন্দা মো. জীবন (৪৪) ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী মো. রায়হান (২৭)।

নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়ছে। কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছেন বলে জানান হাসাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানি।

এদিকে ভোরে হাসাড়া এলাকায় অপর দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ছয় জন নিহত ও চার জন গুরুতর আহত হয়েছিলেন।

সারাবাংলা/এইচআই

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর