Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় কমছে তাপমাত্রা, দাপিয়ে বেড়াচ্ছে শীত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ১৫:২১

শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিচ্ছে নিম্ন আয়ের মানুষরা

চুয়াডাঙ্গা: গোটা চুয়াডাঙ্গা জেলায় কুলকুল করে বয়ে যাচ্ছে শীতল হাওয়া। শীতের প্রখরতায় জনজীবনে নেমেছে দুর্ভোগ। অনুভূত হচ্ছে প্রখর শীত। ১৮ দিন পর তাপমাত্রা আবার কমে যাওয়ায় প্রচন্ড শীতে গোটা চুয়াডাঙ্গা জেলা থমকে গেছে।

শীতের কারণে বাধাগ্রস্থ হচ্ছে কর্মজীবন। গত ২০২৪ সালের ১৯ নভেম্বর হতে এ জেলায় কমতে থাকে তাপমাত্রা। গত ১৭ দিনে চুয়াডাঙ্গার তাপমাত্রা ১২ ডিগ্রী থেকে ১৪ ডিগ্রীতে ওঠানামা করছিল।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া চুয়াডাঙ্গায় আরো কিছুদিন তাপমাত্রা নিম্ন পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন তিনি।

এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের।

চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র বড়বাজার চৌরাস্তার মোড়ে কাজের সন্ধানে আসা মানিক নামের এক শ্রমিক বলেন,’খুব ঠান্ডা পড়ছে। ভোরে কাজের সন্ধানে বের হয়েছি।এখনো কাজ পায়নি। প্রচন্ড ঠান্ডায় কাঁপুনি ধরে যাচ্ছে। ঠান্ডা বাতাসে আরো বেশি শীত লাগছে। ঘর থেকে বেরুতে পারছিনা। কিন্তু পেটের দায়ে কাজের জন্য বের হতে হচ্ছে।’

আরেক শ্রমিক মিজানুর রহমান বলেন, ‘একদিন কাজে না আসলে বাড়িতে চুলো জ্বলবে না। বাধ্য হয়েই এই তীব্র শীতের ভোরে কাজে এসেছি।’

বিজ্ঞাপন

 

 

 

সারাবাংলা/এসডব্লিউ

চুয়াডাঙ্গা শীত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর