যশোরে বেড়েছে শীতের প্রকোপ, তাপমাত্রা ১১.২ সেলসিয়াস
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ১১:১৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৫:০১
৩ জানুয়ারি ২০২৫ ১১:১৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৫:০১
যশোর: যশোরে বেড়েছে শীতের প্রকোপ। গত দু’দিনে হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা। শুক্রবার (৩ জানুয়ারি) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শীত যেমন বেড়েছে তেমনি বেড়েছে বাতাস। যদিও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটারের মধ্যে। তাছাড়া ঘন কুয়াশা রাত থেকেই। সকাল ৯টা পর্যন্ত যশোরের আকাশে সূর্যের দেখা মেলেনি।
এদিকে বিকেল থেকেই শুরু হয় শীতের প্রকোপ। শীতের কারণে কর্মজীবী মানুষের সমস্যা হচ্ছে বেশি। কারণ সকাল ও সন্ধ্যয় শীতের তীব্রতা থাকে বেশী।
যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬ টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শীত আরও বাড়তে পারে। এ মাসে শৈত্য প্রবাহেরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সারাবাংলা/এমপি