Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ১১:১১ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৫:৩৪

ঘটনাস্থলে জড়ো হন মানুষজন

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে ইটভাঙা পাওয়ার ট্রলির ও মোটরসাইকেল সংঘর্ষে জাাহিদ হাসান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (জানুয়ারি ১) সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে শহরের পশ্চিম চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত জাহিদ হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালুগাড়ী গ্রামের সোলেমান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জের বাজার রোড থেকে একটি ইটভাঙার পাওয়ার ট্রলি দ্রুত গতিতে আঞ্চলিক মহাসড়কে ঢুকে পরলে গোবিন্দগঞ্জমুখি ওই মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী জাহিদ হাসান ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ইটভাঙার পাওয়ার ট্রলিটি পালিয়ে যাওয়ার সময় আটক করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

গাইবান্ধা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর