বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, দুর্বিষহ জনজীবন
২ জানুয়ারি ২০২৫ ২২:৪৪
বগুড়া: জেলায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সারাদিন সূর্যের দেখা মিলেনি, ছিল কুয়াশার চাদরে মোড়া। এরসঙ্গে হিমেল বাতাস শীতকে আরও তীব্র করেছে। ফলে নিম্ন আয়ের মানুষদের পোহাতে হচ্ছে ভোগান্তি।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রী সেলসিয়াস। এটি চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া অফিসের কর্মকতা আব্দুর রহামান জানান, সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ার সঙ্গে আদ্রতাও ছিল বেশি। এ জন্য তীব্র শীত অনুভূত হচ্ছে।
এদিকে কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। সকালে ঘন কুয়াশায় দৃষ্টিসীমাও ছিল কম।
শহরের গরম কাপড়ের মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ভিড় ছিল অপেক্ষাকৃত বেশি।
সারাবাংলা/এইচআই