Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব

স্পেশাল করেসপডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১৫:২১

সেনা সদর দফতর লজিস্টিকস এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাস ‘লেডিস ক্লাবে’র প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান এই শীতবস্ত্র বিতরণ করেন

ঢাকা: রাজধানীর মিরপুর বাউনিয়া এলাকায় সমাজের দরিদ্র ও শীতার্ত দুই হাজার ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা সেনানিবাসের ‘লেডিস ক্লাব’।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টার দিকে সেনা সদর দফতর লজিস্টিকস এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাস ‘লেডিস ক্লাবে’র প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান এই শীতবস্ত্র বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথি বলেন, ঢাকা সেনানিবাস ‘লেডিস ক্লাবে’র এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ ছাড়াও এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সকল সদস্যদের তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী, প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী, সেপকস, ঢাকা অঞ্চলের সভানেত্রী, সামরিক কর্মকর্তারা, অন্যান্য পদবির সেনাসদস্যরা, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/ এইচআই

শীতবস্ত্র বিতরণ সেনানিবাস লেডিস ক্লাব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর