Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মহাপরিচালক আকতার হোসেনের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

স্পেশাল করেসপডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৭:১৮ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ২১:২২

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আকতার হোসেন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: গণযোগাযোগ অধিদফতরের সদ্য সাবেক মহাপরিচালক ও বিসিএস তথ্য-সাধারণ ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা আকতার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বুধবার (১ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘আকতার হোসেন ছিলেন একজন দক্ষ কর্মকর্তা। ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসাবে সিভিল সার্ভিসে তার সুখ্যাতি রয়েছে। তার মৃত্যু তথ্য সার্ভিসের জন্য অপূরণীয় ক্ষতি।’

উল্লেখ্য, আকতার হোসেন বুধবার (১ জানুয়ারি) ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ৩১ ডিসেম্বর গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/জেআর/এইচআই
বিজ্ঞাপন

আরো