Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ টিয়াসহ বাসের সুপারভাইজার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ২১:৩৭

চট্টগ্রামে পাঁচটি টিয়া পাখিসহ বাসের এক সুপারভাইজার গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে পাঁচটি টিয়া পাখিসহ বাসের এক সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে নগরীর অলংকার মোড় বাসস্ট্যান্ড থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

গ্রেফতার জয়নাল আবেদিন (৪৩) রংপুর জেলার পীরগাছা উপজেলার বাসিন্দা। তিনি কুড়িগ্রাম এ আর ট্রাভেলসের সুপারভাইজার।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য সারাবাংলাকে জানান, বগুড়া থেকে এক লোক এসব টিয়াপাখি জয়নালকে চট্টগ্রামে পৌঁছে দেওয়ার কাজ দেন। ১৩ হাজার ৪০০ টাকার বিনিময়ে জয়নালকে পাখিগুলো বিক্রি করতে বলে ওই লোক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিয়া পাখিগুলোসহ জয়নালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আেইন ২০১২ এর ৩৪ (খ) ও ৪১ ধারায় মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দীপান্বিতা বলেন, ‘এরা শুধুই বাহক। কাজ করে দেয় টাকার বিনিময়ে। আমরাই পাখিগুলো কেনার জন্য ফাঁদ পেতেছিলাম। এরা একটি চক্র। তারা সামনে আসে না। যার কাছ থেকে জয়নাল টিয়াপাখিগুলো সংগ্রহ করেছে তাকে ধরার জন্য আমরা কাজ করছি। আদালতের নির্দেশনা পেলেই পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হবে।’

এদিকে, উদ্ধার হওয়া টিয়া পাখিগুলোর নাম সবুজ টিয়া, যার ইংরেজি নাম Rose ringed parakeet। এদের শরীর সবুজ, গলায় গোলাপি বলয় থাকে। ঠোঁট টকটকে লাল এবং লেজের কয়েকটি পালক হয় নীল রঙের। এ প্রজাতির টিয়া ধরা ও বিক্রি করা বন্যপ্রাণী আইনে অপরাধ।

সারাবাংলা/আইসি/পিটিএম

গ্রেফতার টিয়া পাখি বাসের সুপারভাইজার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর