রাজধানীতে নারী ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
৩১ ডিসেম্বর ২০২৪ ২০:২৮ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ২১:৫৯
ঢাকা: রাজধানীর জিগাতলা এলাকার একটি বাসা থেকে কাজী সুরাইয়া (৫২) নামে সোনালী ব্যাংকের এক নারী কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসে (ঢাকা ওয়েস্ট) এজিএম হিসেবে কর্মরত ছিলেন তিনি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে হাজারিবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মৃত কাজী সুরাইয়ার ছোট ভাই কাজী আব্দুল্লাহ আল মামুন জানান, তাদের বাড়ি ঢাকার সাভার উপজেলার জলেশ্বর গ্রামে। সুরাইয়ার স্বামী মিজানুর রহমানের সঙ্গে অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। এরপর থেকে একমাত্র মেয়েকে নিয়ে জিগাতলায় মায়ের সাথে থাকতেন সুরাইয়া। চলতি বছরের মে মাসে তার স্ট্রোক হয়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ঠিকমতো অফিসেও যেতেন না।
আব্দুল্লাহ আল মামুন আরও জানান, মঙ্গলবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে তার মা পাশের রুমে কাজ করছিলেন। পরে সুরাইয়ার রুমে গিয়ে দেখেন জানালার গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন সুরাইয়া। সঙ্গে সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান এবং স্বজনদের খবর দেন। তবে তার মৃত্যুর বিষয়টি বুঝতে পারায় মরদেহ বাসায় রাখা হয়। পরে থানায় খবর দেন তারা।
এ বিষয়ে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, খবর পেয়ে বিকেলে ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে স্বজনদের জিজ্ঞাসাবাদে এটি আত্মহত্যা বলে জানা গেছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে তিনি ডিপ্রেশনে ছিলেন বলে জানা গেছে।
সারাবাংলা/এসএসআর/এইচআই