Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থার্টি ফার্স্ট নাইটে খুলনায় আতশবাজি-পটকা-ফানুস নিষিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ২১:৪১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ০০:৩১

খুলনা মহানগর পুলিশের লোগো

খুলনা: থার্টি ফাস্ট নাইট ও খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে গণবিজ্ঞপ্তি দিয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)। এতে নববর্ষ উদ্‌যাপনে আতশবাজি বা পটকা ফানানোর পাশাপাশি ফানুস ওড়াতে নিষেধ করা হয়েছে নগরবাসীকে।

সোমবার (৩০ ডিসেম্বর) দেওয়া গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নববর্ষ ২০২৫ উপলক্ষ্যে খুলনা মহানগর এলাকায় বিশৃঙ্খলা এড়াতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে বুধবার (১ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত উন্মুক্ত স্থানে সব ধরনের গান-বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি বা পটকা ফুটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার ওই গণবিজ্ঞপ্তিতে সই করেছেন। এতে আরও বলা হয়েছে, খুলনা মহানগর পুলিশ অধ্যাদেশ-১৯৮৫-এর ২৯ ধারায় পুলিশ কমিশনারের ওপর অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।

সারাবাংলা/টিআর

আতশবাজি কেএমপি খুলনা খুলনা মহানগর পুলিশ খ্রিষ্টীয় নববর্ষ নববর্ষ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর