Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীরচরে তিতাসের অভিযান, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ২০:৫৭ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ০০:৩৪

কামরাঙ্গীরচরে সোমবার অভিযান চালায় তিতাস গ্যাস ট্রান্সমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করেছে তিতাস। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে মেঢাবিবি-৫ ধানমন্ডির অধীনে এ অভিযান চালানো হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) চালানো অভিযানে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকার এস এম স্টিল, নিউ সরদার এন্টারপ্রাইজ, খান এন্টারপ্রাইজসহ আরও চারটি নামহীন খানাডুলি কারখানার অবৈধ সংযোগ ছিন্ন করা হয়। এর মধ্যে বারো বার্নার ১৮টি, পাইপ বার্নার চারটি ও স্টার বার্নার ছিল ছয়টি। সিএফটির পরিমাণ আট হাজার ২০০।

বিজ্ঞাপন

এ সময় ২১০ ফুট জিআই পাইপ, ৪০ ফুট এমএস পাইপ, ১২টি কম্প্রেশার ও বুস্টার, ৩৩০ কেজি বার্নারের মালামাল ও লোহার সরঞ্জাম এবং ১০টি পাইপ বার্নার জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মালিকপক্ষের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিক কোনো দণ্ড আরোপ করা সম্ভব হয়নি। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ধানমন্ডির সংশ্লিষ্ট ব্যবস্থাপককে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন মেঢাবিবি-৫-এর ডিজিএমসহ তিতাস গ্যাসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/টিআর

কামরাঙ্গীরচর গ্যাস সংযোগ তিতাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর