Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলরসহ আটক ৪, অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৯:০২

মিজানুর রহমান, ফিরোজ আহম্মেদ, গোলাম মোস্তফা ও রকি বিশ্বাস। ছবি: সারাবাংলা।

যশোর: যশোরে ডাকাতির প্রস্তুতিকালে দুটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাসসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। এর মধ্যে একজন কাউন্সিলর ও এক সাবেক সেনা সদস্য রয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার গভীর রাতে শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকার মোজাহার মন্ডলের ছেলে মিজানুর রহমান (৫২), চুড়ামনকাঠি এলাকার আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ (৪৫), চৌগাছা উপজেলার চৌগাছা বিশ্বাস পাড়ার মগরেব আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৫) ও পুড়াপাড়ার আবু খায়েরের ছেলে রকি বিশ্বাস (৩০)।

তাদের মধ্যে গোলাম মোস্তফা চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মিজানুর রহমান অবসারপ্রাপ্ত সেনা সদস্য।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকারিত প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা একটি মাইক্রোবাসযোগে পালানোর চেষ্টা করলে ৪জনকে আটক করা হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৩রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

সারাবাংলা/এসআর

অস্ত্র উদ্ধার কাউন্সিলরসহ আটক ৪ ডাকাতির প্রস্তুতি যশোর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর