মধুপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
৩০ ডিসেম্বর ২০২৪ ১৮:১৫
টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মধুপুর উপজেলা বিএনপি। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে মধুপুর উপজেলার জলছত্র পঁচিশ মাইল বাজার খেলার মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাসিম সরকার, কাবিল উদ্দিন, আশরাফুল আলম মিয়া বাচ্চু, মো. ওবায়দুল্লাহ ও অ্যাডভোকেট জনজেত্রা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বন বিভাগ একবার জনসাধারণকে বসবাসের অনুমতি দিয়ে আবার তাদের সঙ্গে তালবাহানা করছে। এটা অমানবিক । তাই আমরা এ সমাবেশ থেকে বন বিভাগের এমন অমানবিক সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে বন বিভাগ ও সরকার তাদের উচ্ছেদ সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানাই।
এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সখীপুরের জনসাধারণের ওপর বনবিভাগের ‘অত্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সখীপুর পৌর শহরে আটিয়া বন (সংরক্ষণ) অধ্যাদেশ, ১৯৮২ বাতিলের দাবি এবং বন বিভাগের বিরুদ্ধে বাড়িঘর উচ্ছেদের প্রতিবাদে উপজেলা বিএনপি মশালমিছিল ও বিক্ষোভ সমাবেশ করে।
সারাবাংলা/এসআর
টাঙ্গাইল বন বিভাগের উচ্ছেদ অভিযান বিএনপি বিক্ষোভ সমাবেশ মধুপুর