Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জসওয়ালকে আউট দেওয়া সঠিক সিদ্ধান্ত— টাফেল-হার্ষারা সৈকতের পক্ষে

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪ ১৫:৪০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৭:২৮

সৈকতের সাহসী সিদ্ধান্তে আউট জসওয়াল

মেলবোর্নে সিরিজের শেষ দিনে ভারতকে ১৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। ম্যাচের শেষ দিনে ফলাফল ছাপিয়ে সবচেয়ে বড় বিতর্কটা দেখা দিয়েছে ভারতীয় ব্যাটার জসওয়ালের আউট নিয়ে। তৃতীয় আম্পায়ার সৈকতের দেওয়া সেই সিদ্ধান্ত নিয়েই চলছে আলোচনা সমালোচনা। ভারতীয় সমর্থকরা ধুয়ে দিয়েও নিজের এই সিদ্ধান্তে পাশে পাচ্ছেন সাবেক আম্পায়ার সাইমন টাফেল, ধারাভাষ্যকার হার্ষা ভোগলে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- জসওয়ালকে আউট দিয়ে ভারতীয়দের তোপের মুখে সৈকত

ম্যাচের ৭১তম ওভারে কামিন্সের বাউন্সারে মারতে যান জসওয়াল, বল চলে যায় কিপার ক্যারির হাতে। বল জসওয়ালের গ্লোভসে লেগেই কিপারের হাতে গিয়েছে, এমনটাই বিশ্বাস ছিল অজিদের। মাঠের আম্পায়ার আউট না দিলেও তাই সাথে সাথেই তাই রিভিউ নেন কামিন্স। রিভিউতে দেখা যায়, বল জসওয়ালের গ্লোভসে লেগে দিক পরিবর্তন করেই কিপারের হাতে গেছে। তবে খানিকটা অবাক করে স্নিকোমিটারে কিছুই দেখাচ্ছিল না! বারবার এই দৃশ্য দেখা যাচ্ছিল বড় পর্দায়। অনেকেই হয়তো ভেবেছিলেন, স্নিকোতে কিছু না আসায় সৈকত মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বজায় রাখবেন।

কিন্তু সৈকত সেটা না করে সাফ জানিয়ে দেন, খালি চোখেই বলের গ্লোভসে লাগা দেখতে পেয়েছেন। আর এতেই মাঠের আম্পায়ারকে নিজের সিদ্ধান্ত বদলাতে বলেন সৈকত। মাঠের আম্পায়ার ভুল স্বীকার করে জসওয়ালকে আউটের ঘোষণা দেন। সৈকতের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন জসওয়াল, ক্ষুব্ধ ছিলেন ভারতীয় সমর্থকরাও।

ধারাভাষ্যে থাকা টাফেল, ভোগলেদের সবাই অবশ্য সৈকতের পক্ষেই কথা বলেছেন। তাদের মতে, বল নিশ্চিতভাবেই জসওয়ালের গ্লোভসে লেগেছে। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে তাই সঠিক কাজই করেছে সৈকত,  তারা সবাই মতামত দিয়েছেন এমনটাই।

ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও বলছেন, বল কিছু একটাতে লেগে কিপারের হাতে গেছে বলেই ধারণা তার। তবে এরকম বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে খানিকটা আক্ষেপও ঝড়েছে তার কণ্ঠে।

এদিকে ভোগলে-নিকোলাসরা সৈকতের পক্ষে কথা বললেও আরেক ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার বলছে ভিন্ন কথা। তার মতে, স্নিকোমিটারকে যদি আমলেই না নেওয়া হয় তাহলে এটার ব্যবহারের কোনো মানে নেই। ভারতীয়দের দৃষ্টিভঙ্গি থেকে এই সিদ্ধান্ত প্রশ্নের জন্ম দেবে বলেও ধারণা তার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

জসওয়াল ভারত-অস্ট্রেলিয়া সিরিজ সৈকত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর