‘নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুতে নীতিমালায় পরিবর্তন আসবে’
২৯ ডিসেম্বর ২০২৪ ১৯:২০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২৩:২২
ঢাকা: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করব। সেসময় পর্যন্ত সীমিত সংখ্যক অস্থায়ী পাস সাংবাদিকদের দেওয়া হবে। এছাড়া আগের সব পাস বাতিল হবে। এখন নতুন করে পাস সরবরাহ করা হবে। সেজন্য নীতিমালাতেও কিছু পরিবর্তন আনা হবে।
রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ের সামনে সাংবাদিকরা তাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি এসব তথ্য জানান।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘বর্তমানে সাংবাদিকদের জন্য যত অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া আছে তার মধ্যে তিন হাজারের বেশিই ভুয়া। এখন নীতিমালায় পরিবর্তন এনে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা হবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। সেজন্য সাংবাদিকদের আজ সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।’
বিভিন্ন সময়ে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে আমরা দীর্ঘ মেয়াদী সমাধানের কথা চিন্তা করছি। নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকা ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সেজন্য আমাদের কিছু সময় লাগবে। তিন হাজারের বেশি কার্ড আমরা রাখতে পারব না।’
উল্লেখ্য, সচিবালয়ে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে সেখানে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের ঢালাওভাবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে। এখন নতুন করে কার্ড দেওয়া হবে। তবে সে পর্যন্ত অস্থায়ী পাস দিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।
সারাবাংলা/জেআর/পিটিএম