Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে প্রবেশ: কাজ শুরু করেছে বিশেষ সেল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৪:২০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৩

সচিবালয়ে প্রবেশ: কাজ শুরু করেছে বিশেষ সেলের কার্যক্রম

ঢাকা: সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেলের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি অস্থায়ী পাসের আবেদন নেওয়া শুরু হয়েছে। সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সকল বেসরকারি প্রবেশ পাস ধারীদের সচিবালয়ের প্রবেশ পাস বাতিল করা হয়। একই বিধিনিষেধ দেওয়া হয়েছে সাংবাদিকদের প্রবেশে।

রোববার (২৯ ডিসেম্বর) ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোডে অবস্থিত সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখে গেছে, রোববার সকাল থেকে বিশেষ সেলের কার্যক্রম শুরু হয়েছে৷ এখানে সাংবাদিকসহ অন্যান্য অস্থায়ী বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিদিষ্ট ফরম পূরণ করে অস্থায়ী পাস নিচ্ছেন। ফরম পূরণের সময় আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সাংবাদিকদের অ্যাক্রিডিটিশন কার্ডের ফটোকপি, কর্মকর্তা- কর্মচারীদের আগের যে কার্ড রয়েছে সেটা ফটোকপি দিয়ে নির্ধারিত আবেদন ফরমসহ সংশ্লিষ্ট যাবতীয় কাগজপত্রসহ জমা দিতে হবে৷ তারপর সেল থেকে তিন দিনের মধ্যে আবেদনকারীকে জানানো হবে৷

এ বিষয়ে সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল থেকে সিনিয়র সহকারী সচিব এফএম তৌহিদুল আলম সারাবাংলাকে বলেন, ‘আজ সকাল থেকেই আমাদের অস্থায়ী পাসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের পাস প্রয়োজন, তারা যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ডের ফটোকপি, নির্ধারিত আবেদন ফরমসহ সংশ্লিষ্ট যাবতীয় কাগজপত্র জমা দিতে হবে৷’

তিনি বলেন, ‘আবেদন করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেগুলো যাচাই বাছাই করে তিন দিনের মধ্যে আবেদনকারীর ফোন নাম্বারে আবেদনের অবস্থা সম্পর্কে জানাবেন। যদি পাস পান তাহলে এটা ১৫ দিন, ১ মাস কিংবা তিন মাস মেয়াদের হতে পারে৷’

বিজ্ঞাপন

এর আগে গতকাল রাতে সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. আমিনুল ইসলাম।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করার নিমিত্ত ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় ‘অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবির্ণত কর্মকর্তা/কর্মচারীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত সেলে দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে সংযুক্ত করা বিশেষ এ সেলে দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈকে৷

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

প্রবেশ বাংলাদেশ সচিবালয়

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর