Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে প্রবেশ
সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড শিগগিরই পর্যালোচনা করা হবে

স্পেশাল করসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৩:৪১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৫

বাংলাদেশ সচিবালয়

ঢাকা: সচিবালয়ে প্রবেশের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টি শিগগিরই পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে সরকার।

শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং আরও জানায়, চলতি সপ্তাহে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা তথা কী পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন্যান্য সকল বেসরকারি পাসের পাশাপাশি বর্তমান অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়েছে।

সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য তথ্য অধিদফতরের (পিআইডি) মাধ্যমে সকল স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছ থেকে নতুন অ্যাক্রিডিটেশন কার্ডের আবেদন আহ্বান করবে।

এই সময়ে যেকোনো ইভেন্টের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন।

সাময়িক এই অসুবিধার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে।

আরও পড়ুন: কর্মকর্তা-কর্মচারী ছাড়া সবার অস্থায়ী পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকও

উল্লেখ্য, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতেই সচিবালয়ে প্রবেশের জন্য সরকারি কর্মকর্তা–কর্মচারীদের দেওয়া অস্থায়ী প্রবেশ পাস বাদে সবধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের) পাস বাতিল করে সরকার। ফলে অ্যাক্রিডিটেশনধারী সাংবাদিকরাও প্রবেশাধিকার হারায়। এই ঘোষণার মাত্র কয়েকঘণ্টা পর সরকার সাংবাদিকদের অ্যাক্রিডেশন কার্ড পর্যালোচনার বিষয়টি জানাল।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

অ্যাক্রিডেশন কার্ড পর্যালোচনা সচিবালয়ে প্রবেশ

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর