Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪ ১০:০২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৩:১৯

ইসরাইলের একটি খোলা জায়গায় এসে পতিত হয় ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন

ইয়েমেন ইসরাইলে একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করার আগেই তা প্রতিরোধ করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। হামলার সময় গাজা উপত্যকার নিকটবর্তী দক্ষিণাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। খোলা জায়গায় এসে পতিত হয় একটি ড্রোন।

যুদ্ধ-বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি যোদ্ধারা।

বিজ্ঞাপন

এর আগে গত বুধবার (২৫ ডিসেম্বর) ইসরাইলের বাণিজ্যিক নগরী তেল আবিব এবং দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এর কয়েকদিন আগেই তেল আবিবে হুতিদের আরেকটি হামলায় ১৬ জন আহত হয়।

এদিকে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে দুজন নিহত হয়। ওই হামলার সময় সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডব্লিউএইচওপ্রধান গেব্রেয়াসুস বলেন, ‘আমি এবং কর্মীরা একটি বিমানে উঠতে যাওয়ার সময় বিমানবন্দরটি বোমা হামলার শিকার হয়। আমাদের প্লেনের একজন ক্রু আহত হয়েছেন। আর বিমানবন্দরে দুজন নিহত হয়েছেন।’

সারাবাংলা/এসডব্লিউ

ইয়েমেন ইসরাইল হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর