Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে জয়নুল উৎসব শুরু

ঢাবি করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৪২

অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঢাবি কোষাধ্যক্ষ ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী

ঢাবি: বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনব্যাপী জয়নুল উৎসবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাবির চারুকলা অনুষদ জয়নুল উৎসব আয়োজন করেছে। এ সময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঢাবি কোষাধ্যক্ষ ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই উৎসব চলবে।

বিজ্ঞাপন

এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের শিল্প-সংস্কৃতি তুলে ধরতে এই উৎসবের আয়োজন একটি চমৎকার উদ্যোগ। আমাদের হস্তশিল্প ও লোকশিল্পের ঐতিহ্য সকলের মাঝে ছড়িয়ে দিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ এ ছাড়া নতুন উদ্যোক্তা তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, ইমেরিটাস অধ্যাপক মু. আবুল হাশেম খান, অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শিল্পাচার্য-এর পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সিইও মো. মোহসিন হাবিব চৌধুরী, বিশ্বরঙয়ের কর্ণধার বিপ্লব সাহা এবং অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীরা।

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পী এবং অনুষদের শিক্ষার্থীদের বিভিন্ন শিল্পকর্ম নিয়ে লোকশিল্প মেলা, অনুষদের শিক্ষকরা নির্বাচিত শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী, স্মারক বক্তৃতা, ‘জয়নুল সম্মাননা’ পদক প্রদান, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন অনুষ্ঠান নিয়ে এবারের উৎসব সাজানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআইএন/এইচআই

জয়নুল উৎসব ঢা‌বি শিল্পাচার্য জয়নুল আবেদিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর