Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একদল চাঁদাবাজি করে পালিয়েছে, আরেকদল করুক চাই না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৫০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:২৯

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সারাবাংলা।

যশোর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, একদল চাঁদাবাজি করে পালিয়েছে, আরেকদল চাঁদাবাজি করুক তা চাই না। এসময় তিনি চাঁদাবাজির মতো ঘৃণিত কাজ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিন বলেন, ‘ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, সুশাসন কায়েম করাই উদ্দেশ্য। আমরা এমন একটি দেশ দেখতে চাই, যেখানে চাঁদাবাজ থাকবে না। দুর্নীতিবাজরা থাকবে না। কাজের মূল্যায়ন হবে। কোনো হানাহানি নয়, একটি শান্তিপূর্ণ দেশ হবে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। সমাজে ইনসাফ কায়েম হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার বড়ি বিক্রি করেছে কিন্তু তারা নিজেরাই এতে বিশ্বাস করেনা, তাই নরেন্দ্র মোদি এদেশের বিজয়কে তাদের বিজয় দাবি করলেও তারা এর প্রতিবাদ করে না।

জামায়াত আমির বলেন, ‘৫ আগস্টের আগে দেশ দুঃশাসন ও দুর্নীতিতে নিমজ্জিত ছিল। আওয়ামী লীগের ইতিহাসই হলো দুঃশাসন আর দুর্নীতির। মানুষ কল্পনাও করতে পারেনি ৫ আগস্টে ফ্যাসিবাদী রেজিম শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তা দেখিয়ে দিয়েছে।‘

যশোর জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। অন্যদের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আজীজুর রহমান, ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আযম, চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমীন, মাগুরা জেলা আমির এম বি বাকের, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু ও গণঅভ্যুত্থানে শহিদ আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার।

বিজ্ঞাপন

সারবাংলা/এসআর

কর্মী সম্মেলন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর