Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়েমেনের সানা বিমানবন্দরে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪ ০৮:১৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৪:১৩

ইয়েমেনের সানা বিমানবন্দরে ইসরাইলের হামলা

এবার ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও হোদেইদাহ শহরে রেড সি বন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি পরিচালিত সম্প্রচারমাধ্যম আল মাসিরাহ এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সানার বিমানবন্দর ও সামরিক ঘাঁটি, হোদেইদাহের পাওয়ারপ্ল্যান্ট লক্ষ্য করে বিমান হামলা চালানোর ঘটনা ঘটে।

ইসরাইলের পক্ষ থেকেও হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলার বিষয়টি স্বীকার করা হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ব্যবহৃত অবকাঠামোয় হামলা করা হয়েছে। এ ছাড়া পাওয়ার স্টেশন ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এ হামলা প্রসঙ্গে আইডিএফ বলেছে, হুতিরা ইরানের অক্ষের একটি কেন্দ্রীয় অংশ। আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ লক্ষ্য করে তাদের আক্রমণ এ অঞ্চল এবং বিস্তৃত বিশ্বকে অস্থিতিশীল করে চলেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ‘আমাদের সেনাদের হুতি অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছি। কারণ, যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব।’

এর আগে গত সপ্তাহে ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইয়েমেনের হুতিরা। গাজায় ইসরাইলের ‘হত্যাযজ্ঞের’ প্রতিক্রিয়ায় এ হামলার কথা জানায় হুতিরা। গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরাইলকে লক্ষ্য এ ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে তারা।

গত সপ্তাহে হুতিদের ওই হামলায় অন্তত ১২ ইসরাইলি আহত হন। গত শনিবার তেল আবিবের একটি পার্কে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরাইলে ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

ওই ঘটনার পর থেকে ইয়েমেনকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

সারাবাংলা/এসডব্লিউ

ইয়েমেন ইসরাইল হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর