Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ের পুড়ে যাওয়া ভবন পরিদর্শনে উপদেষ্টারা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১১:৫৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৮

ঢাকা: প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে পুড়ে যাওয়া সাত নম্বর ভবনটি উপদেষ্টারা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে যুব ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ, গণপূর্ত, সমাজকল্যাণ, স্বরাষ্ট্রসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় সচিবালয়ে কর্তব্যরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় রাতে কর্তব্যরত পুলিশ কনস্টেবল রামেশ্বর, লিটন ও অন্য একজনের সঙ্গে আগুনের সূত্রপাত কখন হয়েছে সে বিষয়েও কথা বলেন তারা।

বিজ্ঞাপন

পুলিশ কনস্টেবল রামেশ্বরের কাছে অগ্নিকাণ্ডের বিষয়ে তিন উপদেষ্টা জানতে চাইলে তিনি বিস্তারিত জানান। ওই স্বাক্ষী তিন জন আপাতত পুলিশের হেফাজতে আছেন বলে জানা গেছে। তাদের কাছ থেকে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে আবার কথা বলবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত। সেখান থেকে ওপরের দুটি তলায় আগুম ছড়িয়েছে। নিচের তলাগুলোতে আগুন তেমন প্রভাব রাখতে পারেনি।

আগুনের ঘটনায় এরই মধ্যে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কমিটি ৫ থেকে ১১ সদস্যের হতে পারে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় নাশকতা থাকতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের আগ পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না।

সচিবালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগুনে এই দুটি তলার প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়েছে। প্রায় কিছুই অবশিষ্ট নেই। এ ছাড়া অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে অষ্টম তলা। সেখানে রয়েছে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সরকারের গুরুত্বপূর্ণ এই দফতরের দায়িত্বেও রয়েছেন আসিফ মাহমুদ।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করে। পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। টানা ছয় ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে।

সারাবাংলা/জেআর/এনজে

উপদেষ্টা পরিদর্শন সচিবালয়ে আগুন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর