Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজাখস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪ ১১:১০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৩:২১

আজারবাইজান এয়ারের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত।

কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ জীবিত উদ্ধার হয়েছেন ২৯ জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন বলছে, ৬৭ জন আরোহী নিয়ে আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ায় গ্রোজনি শহরের উদ্দেশে রওনা করেছিল উড়োজাহাজটি বলে জানিয়েছে কাজাখ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

কাজাখস্তানের উপ-প্রধানমন্ত্রী কানাত বোজুমবায়েভ বলেন, ‘বিধ্বস্ত স্থানের ফুটেজ আমরা দেখেছি। সেখানে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়া বিমান থেকে কয়েকজনকে বের করা হচ্ছে। যারা বেঁচে আছেন তাদের কেউই কাজাখ নাগরিক নন। উদ্ধার করা মরদেহগুলোর অবস্থা অনেক খারাপ। বেশিরভাগই পুড়ে গেছে। এই মরদেহগুলো মর্গে রাখা হবে শনাক্তের জন্য।’

তিনি আরও জানান, ‘জীবিত একজনের পরিচয় পাওয়া যায়নি। তার জ্ঞান ফেরেনি।’

বুধবার (২৫ ডিসেম্বর) এমব্রেয়ার ১৯০ উড়োজাহাজের জে২-৮২৪৩ ফ্লাইটটি কাজাখ শহর আকতাও থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিমান বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি।

জানা যায় বিমানটি এর যাত্রাপথ পরিবর্তন করেছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এর কারণ ব্যাখ্যা করেননি কেন এটি সমুদ্রপথ অতিক্রম করছিল। তবে এই মাসে ইউক্রেনীয় ড্রোন হামলার পরে দক্ষিণ রাশিয়ার চেচনিয়া অঞ্চলে আঘাত হানার পরপরই এ দুর্ঘটনাটি ঘটে।

আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ এ বিষয়ে বলেন, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি গতিপথ পরিবর্তন করেছে। দুর্ঘটনার কারণ এখনো অজানা এবং সম্পূর্ণ তদন্ত করা উচিত।

বিজ্ঞাপন

আজারবাইজানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, একটি অনুসন্ধান দল উড়োজাহাজটির ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে। কাজাখস্তান সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং যাত্রীদের পরিবারকে সহায়তা করার জন্য একটি কমিশন গঠন করেছে।

রুশ গণমাধ্যম বলছে, গ্রোজনিতে কুয়াশার কারণে উড়োজাহাজটির যাত্রাপথ বদলে দেওয়া হয়েছিল।

কাজাখ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আরোহীদের মধ্যে ৩৭ জন আজারবাইজারের নাগরিক, ১৬ জন রাশিয়ার, ৬ জন কাজাখ, ৩ জন কিরগিস্তানের নাগরিক।

এর আগে কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লেখেন, ‘বাকু-গ্রোজনি রুটে যাওয়া উড়োজাহাজটি আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটি আজারবাইজান এয়ারলাইন্সের ছিল।’

আরও পড়ুন- কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

সারাবাংলা/এমপি

কাজাখস্তান বিমান দুর্ঘটনা যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর