Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি হামলায় গাজায় ৫ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪ ১০:৩১ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১২:৩৩

গাজায় ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে মাটিতে রাখা প্রেস ভেস্ট। ছবি: সংগৃহীত

গাজার কেন্দ্রীয় অঞ্চলে একটি হাসপাতালের নিকটবর্তী এলাকায় ইসরায়েলি হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যম।

‘আল-কুদস টুডে’ চ্যানেলের সাংবাদিকরা নুসাইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে খবর সংগ্রহ করছিলেন। এ সময় তাদের গাড়িটি ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয় বলে আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে জানিয়েছেন।

বিজ্ঞাপন

নিহত সাংবাদিকরা হলেন ফাদি হাসুনা, ইব্রাহিম আল-শেইখ আলি, মোহাম্মদ আল-লাদাহ, ফাইসাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।

কুদস নিউজ নেটওয়ার্ক জানায়, ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার এবং আগুন নিয়ন্ত্রণে আনেন সিভিল ডিফেন্স কর্মীরা।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় ইসলামিক জিহাদের সদস্য বহনকারী একটি যানকে টার্গেট করে হামলা চালিয়েছে এবং তারা সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রাখবে।

হামলার আগে বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতে নির্ভুল অস্ত্র, আকাশ পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যসহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ফিলিস্তিনি সাংবাদিকদের উপর ইসরায়েলের একের পর এক হামলার নিন্দা জানিয়েছে এবং গণমাধ্যমের বিরুদ্ধে আক্রমণের জন্য দেশটিকে আন্তর্জাতিকভাবে জবাবদিহি করার আহ্বান জানিয়েছে।

সিপিজের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গাজার যুদ্ধের সময় এখন পর্যন্ত অন্তত ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

ইসরায়েলি হামলা নিহত ফিলিস্তিন সাংবাদিক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর