Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ০৩:৪৩ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৩২

মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বুধবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূ্ত্রে জানা যায়, প্রথমে রাত ১টা ৫৪ মিনিট থেকে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

সরেজমিনে দেখা গেছে, পুরো সচিবালয় এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিপুল সংখ্যক সদস্য উপস্থিতি হয়েছেন। তারা ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভাতে সহায়তা করছেন। তবে আগুন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আমাদের কাছে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর আসে। এখন সেখানে আমাদের ১৮টি ইউনিট কাজ করছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী- আগুনের আকার বড় বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

আরও পড়ুন:

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

আগুন সচিবালয়

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর