Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে বড়দিনের প্রার্থনায় ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৯

ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‍্যান্ডাল কেক কাটা ও প্রার্থনায় অংশ নেন।

মুন্সীগঞ্জ: কেক কাটা ও প্রার্থণাসভার মধ্য দিয়ে সিরাজদিখানের কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে সাধু যোসেফ গির্জায় খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উৎসব শুরু হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‍্যান্ডাল কেক কাটা ও প্রার্থনায় অংশ নেন।

এ সময় একে অপরকে বড় দিনের শুভেচ্ছা জানান। এ উৎসবে শিশুসহ খ্রীস্টান সম্প্রদায়, প্রশাসন, নানা বয়সের মানুষ যোগ দেন।

এতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী হুমায়ুন কবির, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান, সাধু যোসেফ গির্জার ফাদার কমল কোড়াইয়া, শুলপুর প্যারিস কাউন্সিলের সহ-সভাপতি সজল জন পিরীজ, খোকন লিনুস কস্তাসহ খ্রীস্টান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‍্যান্ডাল কেক কাটা ও প্রার্থনায় অংশ নেন।

এদিকে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনে গির্জাসহ বাড়িঘর সাজানো হয়েছে বর্ণিল সাজে। গির্জাসহ বাসা বাড়িতে আলোকসজ্জা ও রঙ-বেরঙ এর স্টার এবং ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে। বাড়িতে বাড়িতে আয়োজন করা হয়েছে নানা বর্ণের সুস্বাদু খাবার। অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে দিনটি পালন করছেন খ্রীস্টান সম্প্রদায়ের মানুষ।

সাধু যোসেফ গির্জার ফাদার কমল কোড়াইয়া বলেন, যিশু জন্মেছিলেন শান্তির বার্তা নিয়ে। তার আবির্ভাব হয়েছিল সবার মধ্যে আলো ছড়িয়ে দিতে। সেই আলোর বার্তা ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।

বিজ্ঞাপন

নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের জন্য প্রশাসন থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা।

সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান জানান, বড়দিন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন, স্থানীয় খ্রীস্টান ধর্মাবলম্বী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। যে সকল এলাকায় খ্রীস্টান ধর্মাবলম্বী মানুষ বেশি বসবাস করে ওই সকল এলাকাগুলোতে নিয়মিত টহল ও নজদারীর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সারাবাংলা/ইআ

বড়দিন ভ্যাটিকান সিটি মুন্সীগঞ্জ রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর