Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে চালের প্রথম চালান আসছে বৃহস্পতিবার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ১৬:০৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৪০

ঢাকা: ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান দেশে পৌঁছাবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)।

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় প্রথম চালানে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি তানাইস ড্রিম জাহাজটি ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।

বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১১ নভেম্বর ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমাদানি করা সেদ্ধ চালের এটিই প্রথম চালান।

জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। এ জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

সারাবাংলা/জেআর/ইআ

চট্টগ্রাম বন্দর চাল ভারত থেকে আমদানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর