Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ‘উত্তরা এক্সপ্রেস’ ট্রেন পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৪২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩

উত্তরা এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু করার জন্য মানববন্ধন করেছেন সাধারণ মানুষ

নাটোর: রাজশাহী-পার্বতীপুর রুটে চলা উত্তরা এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু করার জন্য মানববন্ধন করেছেন সর্বস্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নলডাঙ্গার হাট রেলওয়ে ষ্টেশনে প্রায় ঘণ্টাব্যাপি মানববন্ধন করেন তারা।

২০২৩ সালের ২২ ডিসেম্বর হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর জন্য পাউত্তরা লোকাল ট্রেনটি বন্ধ করা হয়েছিল। ফলে দীর্ঘ এক বছর ট্রেনটি বন্ধ থাকায় চরম ভোগান্তীতে পড়েছে নাটোরের নলডাঙ্গার ট্রেনে চলাচলকারীরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক, নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাছির উদ্দিন খাঁন, নিরাপদ সড়ক চাই নলডাঙ্গা শাখার সভাপতি লতিফুর রহমান, নলডাঙ্গা উন্নয়ন ফোরামের সদস্য আব্দুর রাজ্জাগ, সাবেক সেনা সদস্য মুনছুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরা লোকাল ট্রেনটি ইতোপূর্বে রাজশাহী থেকে পার্বতীপুর রুটে চলাচল করত। যার ফলে ওই এলাকার ছাত্র-ছাত্রী, বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী, অসুস্থ ব্যক্তি, চাকুরীজীবী এবং সর্বসাধারণ চলাচলের সুবিধা পেয়ে আসছিল। কিন্তু ট্রেনটিকে অযৌক্তিক কারণে বন্ধ হয়ে যাওয়ায় ফলে সুবিধা ভোগকারী যাত্রীরা নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছেন। যাত্রীরা যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধার মধ্যে পড়েছেন। এ ছাড়াও উত্তরা লোকাল ট্রেনের ন্যায় আন্তঃনগর ট্রেন সকল স্টেশনে যাত্রাবিরতি না থাকায় সাধারণ যাত্রীরা এই ট্রেনটির ওপর অনেকাংশেই নির্ভরশীল ছিলেন। আগামী ১ জানুয়ারির মধ্যেই এই ট্রেন চালুতে উদ্যোগ নেওয়া না হলে নলডাঙ্গাবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিজ্ঞাপন

রেল পশ্চিমাঞ্চলের তৎকালীন জিএম অসীম কুমার তালুকদার মুঠোফোনে বলেন, ‘আমরা উত্তরা ট্রেনটিতে নিরাপত্তা দিতে পারছি না। নিরাপত্তার কারণে উত্তরা ট্রেনটি বন্ধ রাখা হয়েছে। নিরাপদ ট্রেন চালু করতে যা যা করার দরকার আমরা মিটিং করে সেটি করছি।’

পশ্চিমাঞ্চলের রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম ট্রেন চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ।

সারাবাংলা/এইচআই

উত্তরা এক্সপ্রেস নাটোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর