সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় ২ তরুণ আটক
২৫ ডিসেম্বর ২০২৪ ১৫:০৩ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৪১
সুনামগঞ্জ: জেলার বিশ্বম্ভরপুরের চিনাকান্দী সীমান্তে অবৈধভাবে ভারতে ঢোকার সময় ১ লাখ টাকাসহ দুই তরুণকে আটক করেছে বিজিবি।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার জিগাতলা সীমান্তে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন— বিশ্বম্ভরপুরের শিলডোয়ার গ্রামের মো. কাদির মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৪) ও রাজাপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মোবারক (২৫)।
আটকের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ‘সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সীমান্ত পিলার ১২১০/৪-এস এর জিগাতলা নামক স্থান দিয়ে ভারতে অবৈধভাবে যাওয়ার পথে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। সম্ভবত তারা চোরাকারবারির সঙ্গে যুক্ত। ভারতীয় পণ্য তারা বাংলাদেশে নিয়ে আসতে চেয়েছিল।’
তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় বিজিবি কঠোর নজরদারি রাখছে। আটককৃতদের ইতোমধ্যে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
সারাবাংলা/এইচআই