Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৫, মৃত্যু আরও ১ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ২০:০৩ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২১:১৪

ঢাকা: সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ১২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে দেশে চলতি বছরের ২৪ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৯১ জন। এর মাঝে ৯৮ হাজার ৯৮০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক জন মারা গেছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৬৫ জন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার এন্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৮১ জন ও নারী ৪৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৪ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৬৫ জন। এর মাঝে ৫১.৭ শতাংশ নারী ও ৪৮.৩ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৫ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ১৫ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে এক জন, চট্টগ্রাম বিভাগে আট জন, খুলনা বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে চার জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ১৩ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর বিভাগ ও সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় কোনো রোগী  হাসপাতালে ভর্তি হননি।

বিজ্ঞাপন

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৯৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এসডব্লিউ

ডেঙ্গু

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর