Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও ১ মাস বাড়ল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১৯:১৩ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২১:০৩

ঢাকা: ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বেড়েছে। আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। এর আগে সময় বাড়িয়ে তা ৩১ ডিসেম্বর করা হয়েছিল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এসব তথ্য জানান।

এদিকে দুটি পৃথক প্রজ্ঞাপনেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এনবিআরের দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ারের সই করা আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর উপ-ধারা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, কোম্পানি ব্যতিত সব করদাতার ২০২৪-২০২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে। এর অর্থ হলো ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা কোনো জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

পৃথক আরেক আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর উপ-ধারা (ক) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২০২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে।

সাধারণত ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দাখিল করা যায়। ২০২৪-২০২৫ করবর্ষের জন্য এক মাস সময় বাড়িয়ে তা ৩১ ডিসেম্বর করা হয়েছিল। এখন আবার সেই সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

আয়কর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর