গণফোরামের লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠকে বিএনপি
স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৮
২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৮
ঢাকা: গণফোরামের লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির লিয়াঁজো কমিটি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং সভাপতি পরিষদের সদস্য সুব্রত চৌধুরীসহ ১০ সদস্য প্রতিনিধি অংশ নিয়েছেন।
বিএনপির পক্ষে দলটির স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত আছেন।
এর আগে, বিকেল ৩টায় একইস্থানে গণঅধিকার পরিষদ (নুরু-রাশেদ) গ্রুপের লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক করে বিএনপি।
সারাবাংলা/এজেড/ইআ