Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম কলেজের ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৪১

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা

চট্টগ্রাম ব্যুরো: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নগরীর চকবাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ্দ করেন সাধারণ শিক্ষার্থীরা। পুলিশ তাকে আটক করে চকবাজার থানায় নিয়ে যায়।

গ্রেফতার দেলোয়ার হোসেন দুলাল চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের অর্থনীতি বিভাগের সভাপতির দায়িত্বে আছেন বলে জানা গেছে।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির সারাবাংলাকে বলেন, ‘রাতে দুলালকে আটক করে পুলিশকে খবর দেয় কয়েকজন শিক্ষার্থী। পরে পুলিশ গিয়ে দুলালকে থানায় নিয়ে আসে। তার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাবাংলা/আইসি/এসডব্লিউ

চট্টগ্রাম চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর