Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাজে দুর্বৃত্তের হামলায় শ্বাসনালী কেটে গেছে জুয়েলের, ঢামেকে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ০০:১২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত স্টাফ জুয়েল রানাকে (২৩) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার শ্বাসনালী কেটে গেছে। শ্বাস নেওয়ার জন্য গলায় অপারেশন করে কৃত্রিম শ্বাসনালী লাগানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয় জুয়েলকে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে ভর্তি রাখা হয়েছে তাকে।

বিজ্ঞাপন

বিভাগের দায়িত্বরত ডা. সিরাজ সালেক বলেন, ‘তার গলার মাংসপেশি কেটে গেছে। সেখানে সেলাই করা হয়েছে। এছাড়া গলার টাকিয়া কেটে গেছে। এই মুহূর্তে সেটি জোড়া লাগানো সম্ভব নয়। আগে তার ইনফেকশন কন্ট্রোল করতে হবে। সে নাক/মুখ দিয়ে শ্বাস নিতে পারছে না। তার গলায় আলাদা শ্বাসনালী হিসেবে টিউব ঢুকিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গলার ক্ষতটা যখন কিছুটা শুকাবে তখন আমরা টাকিয়া জোড়া লাগাব। এটি লম্বা প্রক্রিয়া। এছাড়া তার শরীর থেকে যথেষ্ট পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা গুরুতর হিসেবে ধরা হচ্ছে।’

এদিকে, আহত জুয়েলের মামা মো. সিরাজ সরদার জানান, তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার মমিন খারহাট গ্রামে। তার বাবার নাম সেকেন খালাসী। আল বাখারা নামে ওই জাহাজে সুকানি হিসেবে চাকরি করতেন জুয়েল। দুপুরে এই হত্যাকাণ্ডের খবর শুনতে পান তারা। পরে চাঁদপুর সদর হাসপাতালে গিয়ে আহত জুয়েলকে দেখতে পান। তবে জুয়েল কোনো কথা বলতে পারছে না। শ্বাসকষ্ট হচ্ছে তার।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

জাহাজ জুয়েল শ্বাসনালী হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর