Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রা শুরু করল আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ২১:৩৭

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান

ঢাকা: যাত্রা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের আধীন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

এ উপলক্ষ্যে অনাড়ম্বর এক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য, বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এর মহাপরিচালকসহ আয়কর বিভাগ ও ডাক অধিদফতরের উর্ধ্বতন কর্মকর্তারা।

রাজস্ব আদায়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এনবিআর চেয়ারম্যান। আর সকল কর্মকাণ্ডে মেধা ও সততার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ।

অনুষ্ঠানের সভাপতি এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব দেশের স্বার্থে ও জাতীয় রাজস্ব আদায়ে সর্বাত্মক কার্যক্রম নেওয়া হবে বলে জানান।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

আয়কর এনবিআর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর