Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরের জাহাজে ৫ মরদেহ, হাসপাতালে মারা গেল আরও ২ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:০৩ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:২১

চাঁদপুরে ঘাটে দাঁড়িয়ে থাকা এমভি আল-বাখেরা। ছবি: সংগৃহীত

চাঁদপুর: চাঁদপুরের হরিণাঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরের পর ঘাটে নোঙর করে রাখা এমভি আল-বাখেরা জাহাজ থেকে তাদের উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

মরদেহ ও জীবিত উদ্ধার সবার শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। দেশীয় অস্ত্রের মাধ্যমে তাদের জখম করা হয়েছে থাকতে পারে বলে ধারণা পুলিশের। তবে এখন পর্যন্ত এ ঘটনার কারণ বা এর সঙ্গে জড়িত কারও বিষয়ে তথ্য জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক সারাবাংলাকে বলেন, ‘ওই জাহাজে অভিযান চালিয়ে পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আরও তিনজনকে মারাত্মক জখম অবস্থায় আমরা উদ্ধার করি। চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তাদের মধ্যে আরও দুজন মারা গেছেন।’

লেফটেন্যান্ট ফজলুল হক আরও বলেন, ‘জীবিত অবস্থায় আরেকজন যিনি ছিলেন, তার শারীরিক অবস্থাও গুরুতর। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর পরামর্শ দেন। তাকে ঢাকা পাঠানো হয়েছে।’

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) রাশেদুল হক চৌধুরী জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ওই জাহাজের কাছে যায়। জাহাজে পাঁচ মরদেহসহ আটজনের উপস্থিতিই ছিল। কোস্টগার্ডের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার নেপথ্যের কারণ বিষয়ে জানতে চাইলে রাশেদুল হক চৌধুরী সারাবাংলাকে বলেন, এখন পর্যন্ত কিছুই জানা সম্ভব হয়নি। হতাহতদের পরিচয় সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তদন্তে কিছু বের হয়ে এলে গণমাধ্যমকে জানানো হবে।

সারাবাংলা/টিআর

এমভি আল-বাখেরা চাঁদপুর জাহাজে মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর