Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসাসেবা গতিশীল করার তাগিদ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:১২ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মতবিনিময়

ঢাকা: চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমাতে কিডনি, লিভার ট্রান্সপ্ল্যান্টেশন ও ইনফারটিলিটি সেবা কার্যক্রম গতিশীল করার জোর তাগিদ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রশাসন।

সোমবার (২৩ ডিসেম্বর) বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে এক মতবিনিময় সভায় এই তাগিদ দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা যেসব রোগের রোগীরা চিকিৎসার জন্য বেশি বিদেশে যান, সেসব রোগের রোগীদের দেশেই সর্বাধুনিকমানের চিকিৎসাসেবা নিশ্চিতকরণের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, রোগীদের বিদেশমুখিতা কমাতে পারলে দেশের রোগীরা যেমন কম খরচে জটিল জটিল রোগের চিকিৎসাসেবা পাবেন, একইভাবে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, যা দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখবে। প্রতি বছর কিডনি ও লিভার ট্রান্সপ্ল্যান্ট, সন্তান লাভের আশায় ইনফারটিলিটি সেবা নিতে প্রচুর সংখ্যক রোগী বিদেশে যান। এতে করে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, যা রোগীর জন্য কষ্টসাধ্য ও দেশের অর্থনীতির জন্যও একটি বড় সমস্যা।

মতবিনিময় সভায় দেশে কিডনি, লিভার ট্রান্সপ্ল্যান্ট ও ইনফারটিলিটির ক্ষেত্রে বিশ্বমানের চিকিৎসাসেবা পায় তা নিশ্চিত করা জরুরি বলে মত দেয় বিএসএমএমইউ প্রশাসন।

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে এসব চিকিৎসাসেবা নিশ্চিত করা ও গতিশীল করা যায়, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার তাগিদ দেন। সভায় হৃদরোগ চিকিৎসায় বিশেষ করে শিশু হৃদরোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করারও ওপর তাগিদ দেওয়া হয়।

বিজ্ঞাপন

সুপার স্পেশালাইজড হাসপাতালে যেসব মডিউল ওটি, অবস অ্যান্ড গাইনি ওটিসহ যেসকল ওটি রয়েছে তা পূর্ণাঙ্গরূপে চালু করার জন্য জোর দেওয়া হয়। সুপার স্পেশালাইজড হাসপাতালে রয়েছে এক্সিডেন্ট অ্যান্ড এমারজেন্সি সেন্টার, কিডনি ডিজিসেস অ্যান্ড কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, কার্ডিও অ্যান্ড সেরেব্রো ভাসকুলার সেন্টার, হেপাটোবিলিয়ারি, হেপাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, প্যানক্রিয়েটিভ ডিজিসস অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট, একশত শয্যার আইসিইউ ইউনিট ইত্যাদি পূর্ণাঙ্গরূপে সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, সুপার স্পেশালাইজড হাসপাতালের নবনিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, প্রক্টর ডা. শেখ ফরহাদ, অতিরিক্ত পরিচালক ডা. মো. শহিদুল হাসান ও ভিসির একান্ত সচিব ডা. মো. রহুল কুদ্দুস বিপ্লবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

গতিশীল চিকিৎসাসেবা তাগিদ বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর