Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪ ১০:৩২ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৩:০২

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

অনেক নাটকের পর অবশেষে হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট হবে পাকিস্তান ও আরব আমিরাতে। এরই মাঝে ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ। গ্রুপ ‘এ’তে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে লড়বে বাংলাদেশ। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে গ্রুপ পর্বের সম্ভাব্য সূচি। একই সূচি আইসিসিও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিতে পারে কয়েকদিনের মাঝেই।

বিজ্ঞাপন

পাকিস্তানে খেলতে আপত্তি জানানোয় চ্যাম্পিয়নস ট্রফির ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই দুবাইতে মাঠে নামবে ভারত। বাংলাদেশের গ্রুপ পর্বের যাত্রা শুরু হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে দুই দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতেই পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

বি গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্থান ও দক্ষিণ আফ্রিকা। তাদের ম্যাচগুলো হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে নিউজিল্যান্ড ও ভারত।

৪ ও ৫ মার্চ হবে দুটি সেমিফাইনাল। ৯ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। ভারত ফাইনালে না উঠলে লাহোরেই হবে এবারের ফাইনাল। ভারত ফাইনালে উঠলে আরব আমিরাতে হবে ফাইনাল ম্যাচটি।

সারাবাংলা/এফএম

গ্রুপ পর্ব চ্যাম্পিয়নস ট্রফি দুবাই পাকিস্তান বাংলাদেশ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর