Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১০:০৩ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১২:০১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কুচিয়ামোড়া এলাকায় কভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেটকার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সময় আহত হয়েছেন আরও ৫ জন।

মাত্রাতিরিক্ত গতি ও ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে,প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শুরু করেছেন উদ্ধার কার্যক্রম।

সার্ভিসের সহযোগিতায় বাকি আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক আতিকুর রহমান জানান, সোমবার (২৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশার কারণে পণ্যবাহী কভার্ডভ্যান প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে৷ এ সময় প্রাইভেটকার আরোহী ওই নারী নিহত হন। প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলো।

নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানায় শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ।

এদিকে,গতকাল রোববার (২২ ডিসেম্বর) ভোর সকালেও ঘন কুয়াশায় মহাসড়কে একাধিক দুর্ঘটনায় নিহত হন ১ প্রাইভেট কার চালক। এতে আহত হন অন্তত ১৫ জন।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক আতিকুর রহমান জানান, দ্বিতীয় দিনের মত দুর্ঘটনার পর, মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে, এক্সপ্রেতে গাড়ি চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে পুলিশ।

সারাবাংলা/এসডব্লিউ

আহত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর