দেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন
২২ ডিসেম্বর ২০২৪ ২১:১৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ০১:৪৪
ঢাকা: প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানপ্লাস দেশের বাজারে তাদের ইকোসিস্টেম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এই ইকোসিস্টেমের অংশ হিসেবে তিনটি অত্যাধুনিক ডিভাইস— ওয়ানপ্লাস প্যাড ২, ওয়ানপ্লাস ওয়াচ ২ ও ওয়ানপ্লাস বাডস প্রো ৩ উন্মোচন করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এরই মধ্যে ওয়ানপ্লাস প্যাড ২ ও ওয়ানপ্লাস ওয়াচ ২ বাজারে পাওয়া যাচ্ছে। আর ওয়ানপ্লাস বাডস প্রো ৩ বাজারে পাওয়া যাবে কিছুদিনের মধ্যে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই ইকোসিস্টেম বাংলাদেশের চালু হওয়া সম্পূর্ণ সমন্বিত আইওটি ইকোসিস্টেমগুলোর একটি, যা ব্যবহারকারীদের উদ্ভাবন ও সংযোগের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে। এই ডিভাইসগুলো নিরবচ্ছিন্ন সংযোগ, হাই পারফরম্যান্স, অত্যাধুনিক ডিজাইন ও উন্নত ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও উন্নত করবে।
ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবলেট প্রযুক্তিতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এর স্লিক, পাতলা নিম্বাস গ্রে অল-মেটাল ইউনিবডি ডিজাইন অত্যন্ত স্টাইলিশ ও কার্যকর। স্ন্যাপড্রাগন ৮, জেন ৩ প্ল্যাটফর্ম চালিত এই ট্যাবলেটটিতে রয়েছে ১২.১-ইঞ্চি থ্রি-কে ডিসপ্লে ও ছয়টি স্টেরিও স্পিকার, যা একটি চমৎকার সামগ্রিক অভিজ্ঞতা দেবে।
টেকসই ও মার্জিত ডিজাইনের স্মার্টওয়াচ ওয়ানপ্লাস ওয়াচ ২ ব্ল্যাক স্টিল রঙে বাজারে পাওয়া যাচ্ছে । এর দাম ২৯ হাজার ৯৯৯ টাকা। উন্নত হেলথ ট্র্যাকিং ফিচারসহ স্মার্টওয়াচটি ব্যবহারকারীদের সুস্থতার লক্ষ্য অর্জনে সহায়তা করে।
অডিও অভিজ্ঞতাকে নতুন পর্যায়ে নিয়ে যেতে দ্রুতই বাজারে আসছে ওয়ানপ্লাস বাডস প্রো ৩। মিডনাইট ওপাস ও লুনার রেডিয়েন্স রঙে বাজারে পাওয়া যাবে ইয়ারবাডটি। এতে রয়েছে স্প্যাশিয়াল অডিও, রিয়েল-টাইম অ্যাডাপটিভ এএনসি, ৪৩ ঘণ্টা ব্যাটারি লাইফ ও হেড ট্র্যাকিংয়ের মতো ফিচার। ১১ মিলিমিটার উফার ও ৬ মিলিমিটার টুইটারের মাধ্যমে এটি ইমারসিভ সাউন্ড দেয়। গুগল ফাস্ট পেয়ার প্রযুক্তির সাহায্যে এটি নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে।
ওয়ানপ্লাস প্যাড ২, ওয়াচ ২ ও বাডস প্রো ৩ একসঙ্গে ব্যবহারকারীদের জন্য একটি সংযুক্ত এবং কার্যকর ডিজিটাল অভিজ্ঞতা তৈরি করে। সিংকড নোটিফিকেশন, ক্রস-ডিভাইস মিডিয়া কন্ট্রোল ও সহজ ফাইল শেয়ারিংয়ের মতো ফিচার ব্যবহারকারীদের প্রোডাকটিভিটি বাড়াবে ও বিনোদনের অভিজ্ঞতা উন্নত করবে।
সারাবাংলা/ইএইচটি/টিআর