Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ওজোপাডিকোতে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ২০:৫৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ০১:৩৭

রোববার খুলনা ওজোপাডিকোতে অভিযান চালায় দুদক। ছবি: সারাবাংলা

খুলনা: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ওজোপাডিকো) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় চারটি প্রকল্পের কিছু নথিপত্র সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে খুলনার বয়রায় অবস্থিত ওজোপাডিকোর সদর দফতরে এ অভিযান চালানো হয়।

দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে দুদকের এনফোর্সমেন্টের অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র ও উপসহকারী পরিচালক মো. শামীম রেজা।

অভিযানে নেতৃত্বে দেওয়া দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, কাগজপত্র পর্যালোচনা করে এসব প্রকল্পে কোনো অনিয়ম-দুর্নীতি হয়েছে কি না, সে ব্যাপারে তারা কমিশনে প্রতিবেদন দাখিল করবেন।

এ সময় দুদকের এই কর্মকর্তা আরও বলেন, গত ১৬ বছরে সংস্থাটি দুটি প্রকল্প বাস্তবায়ন করেছে এবং আরও দুটি প্রকল্প বাস্তবায়নাধীন। প্রকল্পগুলোর ব্যয় পাঁচ হাজার কোটি টাকা। প্রকল্পগুলোতে অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এ কারণে ওজোপাডিকো থেকে প্রকল্প সংশ্লিষ্ট বেশ কিছু কাগজপত্র নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তারা সব কাগজপত্র দিতে পারেনি, আগামীকাল (সোমবার) দেবে বলে জানিয়েছে।

মনপুরা দ্বীপে ১৩০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ বিতরণ ও সম্প্রসারণ প্রকল্প চলমান রয়েছে ওজোপাডিকোর। দুদক কর্মকর্তারা জানান, প্রকল্পটি নিয়ে বলা হয়েছে, ওয়েস্টার্ন রিনিউয়াল এনার্জি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কেনা হবে এই প্রকল্পের অধীনে। এতে ইউনিট প্রতি বিদ্যুৎ কেনা হবে ২১ টাকা ২৫ পয়সায়, তা বিক্রি হবে ৪ থেকে ৮ টাকায়। এতে সরকারের ক্ষতি হবে। এ রকম সিদ্ধান্ত কেন হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ওজোপাডিকোর কর্মকর্তারা দুদককে জানিয়েছেন, এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে জানিয়ে ‍দুদক কর্মকর্তারা বলেন, পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।

সারাবাংলা/টিআর

ওজোপাডিকো দুদক দুদকের অভিযান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর