Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাতা বাড়ানোর দাবিতে ট্রেইনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ১৭:২৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৯:২৯

রাজধানীর শাহবাগে চিকিৎসকদের সড়ক অবরোধ। ছবি: সারাবাংলা

ঢাকা: ভাতা বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) সব হাসপাতালের বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (২২ ডিসেম্বর) সকালে বিএসএমএমইউয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন চিকিৎসকরা। সকাল থেকে অবস্থান কর্মসূচি পালনের পর দুপুর ২টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ ও প্রধান সড়ক বন্ধ করে অবস্থান নেন।

বিজ্ঞাপন

সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচিতে আবাসিক-অনাবাসিক ট্রেইনি চিকিৎসকরা অংশ নেন। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেইনি চিকিৎসককে ২৫ হাজার টাকা ভাতা দেওয়া হয়। এ টাকায় পরিবারের খরচ বহন কোনোভাবেই সম্ভব নয়। এই ভাতা ৫০ হাজার টাকা করতে হবে।

চিকিৎসকরা আরও বলেন, গত তিন বছর ধরে আমাদের এ আন্দোলন চলছে। এত দিন আওয়ামী লীগ সরকার আমাদের দাবির বিষয়ে কর্ণপাত করেনি। উলটো জামায়াত-শিবির ট্যাগ দিয়ে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের দাবি যৌক্তিক।

মানবিক বিবেচনা থেকে প্রশাসনকে দ্রুত দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে বলে হুঁশিয়ারি দেন চিকিৎসকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

এরপর ট্রেইনি চিকিৎসকদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এ বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে যান। সেখানে দাবি আদায় না হলে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করার কথা জানান তারা।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

চিকিৎসকদের সড়ক অবরোধ বিএসএমএমইউ শাহবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর