Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪ ১৭:০৪ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৬

চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরলেন রুট, বাদ স্টোকস

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে বাকি আর অল্প কিছুদিন। পাকিস্তানে হতে যাওয়া এই টুর্নামেন্টের আগে প্রথম দল হিসেবে স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড। ১৫ সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়নি বেন স্টোকসের। স্কোয়াডে ফিরেছেন জো রুট।

চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই সিরিজের স্কোয়াডের সাথেই চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশরা। এই সিরিজ দিয়েই ওয়ানডে ও টি-২০ দলের কোচ হিসেবে যাত্রা শুরু হবে ব্রেন্ডন ম্যাককালামের।

বিজ্ঞাপন

কিছুদিন আগে শেষ হওয়ার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন স্টোকস। এই চোটই শেষ করে দিয়েছে তার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা। স্টোকসকে ছাড়াই তাই চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছে ইংল্যান্ড।

ইংল্যান্ড ওয়ানডে দলে ফিরেছেন জো রুট। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর প্রায় এক বছর পর ওয়ানডে দলে দেখা যাবে রুটকে। সেই বিশ্বকাপে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি তিনি। সেবার মাত্র ২৭৬ রান করেছিলেন তিনি, গড় ছিল ৩০.৬৬। এই বছরে টেস্টে দুর্দান্ত ফর্মে আছেন রুট। র‍্যাংকিংয়ের সেরা ব্যাটার হিসেবেই ভারত সফরে যাচ্ছেন তিনি।

ইংল্যান্ড দলে জায়গা হয়নি স্যাম কারান, রিস টপলি, ম্যাথু পটস ও উইল জ্যাকসের। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়নস ট্রফি।

ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গুস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট, মার্ক উড

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ইংল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফি জো রুট বেন স্টোকস

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর